30th December, 2024
BY- Aajtak Bangla
বর্তমান সময়ে অনেক স্বামী বা স্ত্রী পরকীয়াতে জড়িয়ে পড়ছেন।
তবে এক গবেষণা অনুসারে, সিঙ্গল মেয়েদের ঝোঁক অধিকাংশ সময়েই বিবাহিত ও বয়সে বড় পুরুষদের ক্ষেত্রেই বেশি থাকে।
সমীক্ষা ও গবেষণায় দেখা যাচ্ছে, সিঙ্গল পুরুষদের থেকেও একাকী নারীদের পছন্দের তালিকায় বেশি আকর্ষণ থাকে বিবাহিত পুরুষের প্রতি।
কিন্তু কেন এরকম হয়, আসুন জেনে নেওয়া যাক।
জার্নাল অফ এক্সপেরিমেন্টাল সাইকোলজিতে একটি গবেষণা প্রকাশ করা হয়েছিল। সেই গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
সেখানে দেখা যাচ্ছে, ৯০ শতাংশ মহিলাই এমন কোনও পুরুষের প্রতি আকর্ষিত, যিনি ইতিমধ্য়েই বিবাহিত বা কোনও সম্পর্কে আবদ্ধ আছেন।
অল্প বয়সি মহিলাদের একাংশ মনে করেন, এই পুরুষ সঙ্গম সঙ্গী হিসেবে ভালোই।
কমিটমেন্টের প্রমিস থাকে না কোনও সিঙ্গল ছেলের সঙ্গে সম্পর্ক গড়লে কমিটমেন্ট দেওয়ার প্রসঙ্গ এসে যায় অনেক সময়।
কিন্তু ইতিমধ্য়েই যিনি বিবাহিত বা কোনও সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ, তিনি নতুন করে কমিটমেন্ট চাইবেন না নিশ্চয়।
বস্তুত এক্ষেত্রে মহিলারা কমিটমেন্ট চাইছেন না, শুধুই মুহূর্তের ভালো লাগা খুঁজছেন।
অল্প বয়সি মেয়েরা একটু পরিণতমনস্ক পুরুষ খোঁজেন, যেটা বিবাহিত পুরুষদের মধ্যে পান।