BY- Aajtak Bangla

ভালবাসা পেতে মেয়েরা এই সিগনাল দেয়, কী কী জেনে রাখুন

15 MARCH 2025

মেয়েদের মনের কোনও গোপন কথা জানা বেশ কঠিন।

মেয়েদের মন বোঝা কঠিন

ভগবানও নাকি মেয়েদের মনের কথা বুঝতে পারে না।

ভগবানও নাকি জানতে পারেন না

তবে মেয়েরা কিছু ইঙ্গিত দেয়, যা দেখে বুঝতে পারবেন সেই মহিলা আসলে আপনাকে চায়।

কাছে আসতে চাইলে এসব ইঙ্গিত দেয়

নারীরা গোপন ইচ্ছা জাগলে বার বার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে।

বারবার পুরুষকে ছোঁয়ার চেষ্টা

প্রিয় পুরুষের ঠোঁটে কোনও খাবার যেমন আইসক্রিম,কফি বা অন্য কোনও খাবার লেগে থাকলে পরিষ্কার করে দেন মেয়েরা।. .

কেয়ার করা

বন্ধুদের আড্ডায় প্রাণের পুরুষের অন্তরঙ্গ হয়ে গায়ে ঘেঁষে বসার চেষ্টা করে। . .

অন্তরঙ্গ হওয়ার চেষ্টা

বাইকের পিছনে বসলে প্রিয় পুরুষের যত কাছাকাছি সম্ভব বসার চেষ্টা করে।   . .

কাছাকাছি থাকার চেষ্টা

প্রিয় পুরুষের সামনে সেরা আকর্ষণীয় পোশাক পরে হাজির হন মেয়েরা।

আকর্ষণীয় পোশাক

প্রিয় পুরুষের সঙ্গে বেশি সময় কাটাতে চান মেয়েরা। নিজেই পিং করেন হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে।

নিজেই পিং করে

প্রিয় পুরুষের কথায় কথায় তারিফ করেন। সব কিছুরই প্রশংসা করেন। সোশ্যালে তাঁর ছবিতে 'লভ' রিয়্যাক্ট দেন।

কথায় কথায় তারিফ