BY- Aajtak Bangla

কোন বয়সী পুরুষদের সবচেয়ে বেশি কামনা করেন মেয়েরা? 

21st February, 2025

ভালোবাসা কোনও নিয়ম বেধে হয় না। বর্তমান সময়ের নারী-পুরুষরা আকৃষ্ট হচ্ছেন বয়সে তাদের থেকে ছোট যুবক-যুবতীদের প্রতি।

আর সেখানে বয়স সত্যিই কোনও বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

এমনই এক গবেষণায় জানা যাচ্ছে, নারী-পুরুষ নির্বিশেষে অধিকাংশ ব্যক্তিই নিজের থেকে কম বয়সী ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়েছেন।

মহিলাদের ক্ষেত্রেও তাই। মহিলার তাদের চেয়ে ৫ বছর বা ৪ বছরের ছোট পুরুষদের দিকে বেশি আকৃষ্ট হন।

কিছু কিছু মহিলার ক্ষেত্রে এই বয়সের ব্যবধান বেশ অনেকটাই। গবেষণা বলছে, ডিভোর্সি মহিলারা সাধারণত ৬-৭ বছরের ছোট পুরুষের দিকে আকৃষ্ট হন।

পুরুষদের বয়স যতই হোক না কেন তারা ২০ বা ২০ ঊর্ধ্বে থাকা মহিলাদের দিকে বেশি আকৃষ্ট হয়ে থাকেন।

আবার এও দেখা গিয়েছে, মহিলারা একটু বেশি বয়সের পুরুষদের দিকেও আকৃষ্ট হন।

পরিণত পুরুষ মহিলাদের সব ধরনের নিরাপত্তা, আর্থিক স্বচ্ছলতা দিতে সক্ষম হয় বলে তারা মনে করেন।

নারীদের কাছে প্রথম প্রথম নিজেদের চেয়ে তিন-চার বছর বেশি বয়সী পুরুষ পছন্দনীয় হলেও, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে নিজেদের চেয়েও কম বয়সী পুরুষকে ভাল লাগে তাদের কাছে।