21 August, 2024

BY- Aajtak Bangla

এই ৮ গুণ থাকলেই বুঝবেন মেয়েটি বুদ্ধিমান, পারফেক্ট জীবনসঙ্গিনী

মুখ দেখে বোঝা যায় না, কেউ বুদ্ধিমান কিনা! কিন্তু ব্যক্তির অভ্যাস, কাজ এবং ব্যক্তিত্ব দেখে বোঝা যায় বুদ্ধিমত্তা।

নারী বুদ্ধিমান কিনা, তা কয়েকটি ইঙ্গিতেই বোঝা যায়। সেগুলি কী?

ভেবেচিন্তে কথা- বুদ্ধিমান নারী যা ইচ্ছে বলেন না। তিনি ভেবেচিন্তে বলেন ও কাজ করেন।  

খারাপ কথা নয়- বুদ্ধিমান নারী কখনও অন্যের নিন্দে করেন না। কথা বলেন কম। গড়গড়িয়ে বলে চলেন না। 

খুঁটিনাটিতে মনোযোগ- বুদ্ধিমান নারী কখনও খুঁটিনাটিতে মনোযোগ দেন। যে কাজই করেন তা নিখুঁত হয়।

সিদ্ধান্তগ্রহণ- বুদ্ধিমান মহিলারা সিদ্ধান্ত নিতে পারেন। সেই সিদ্ধান্তের জন্য পরিশ্রমও করেন।

স্বভাব- এই মহিলারা অন্যদের সঙ্গে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা করেন না। কারও সঙ্গে মারামারি বা ঝগড়া করতে পছন্দ করেন না।

মিশুকে- এই মহিলাদের ইগো থাকে না। তাঁদের সঙ্গে থাকলে কেউ বিরক্ত হন না।  

দয়াশীল- বুদ্ধিমান মহিলারা অন্যের কষ্ট বোঝেন। সকলের প্রতি সদয় হন। তাঁরা ভালো ব্যবহার করেন। 

আত্মমর্যাদা- এই ধরনের মহিলাদের থাকে আত্মমর্যাদা বোধ। তাঁরা সীমারেখা বোঝেন। জীবনে কঠিন মুহূর্তেও আত্মসম্মানকে আগে রাখেন।