17 July 2024

BY- Aajtak Bangla

 মেয়েরা কতক্ষণ পেটে কথা রাখতে পারে জানেন? 

কথাতেই আছে মেয়েরা পেটে কথা রাখতে পারে না। কোনও কথা শোনার পর তা প্রকাশ করতেই হয়। 

এমনকী অনেক মেয়ের পেটে তো গোপন কথাও থাকে না। যে কথা কাউতে বলা যায় না, সেই সব গোপন কথাও বলে দেন। 

তবে পুরুষরা এই ব্যাপারে অনেক বেশি সচেতন বলে মনে করা হয়। তারা কথা গোপন রাখতে পারেন। 

কিন্তু মহিলারা কেন গোপন রাখতে পারেন না? এর নেপথ্যে রয়েছে মহাভারতের এক গল্প। যুদ্ধে কর্ণের মৃত্যুর পর যুধিষ্ঠির তার মা কুন্তীর কাছ থেকে জানতে পারেন যে কর্ণ তার ভাই। 

এতে ব্যথিত হয়ে যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে অভিশাপ দেন যে, এখন থেকে আর কোনও মেয়ে কিছু গোপন করতে পারবে না।

ব্রিটেনের এক কোম্পানি গবেষণায় দেখিয়েছে, একজন মহিলা মাত্র ৩২ মিনিটের জন্য গোপন রাখতে পারেন। 

এর পিছনে আসল কারণ হল কৌতূহলী প্রকৃতি। যখন কোনও গোপন কথা লুকানোর কথা আসে, তখন মহিলারা আরও বেশি সচেতন হন।

আবার কোনও কোনও গবেষণা এটাও জানাচ্ছে যেসব মেয়েরা বেশি অ্যাটনশেন পছন্দ করেন তাই তাঁরা কথা ফাঁস করে দিয়ে নিজেদের গুরুত্ব বোঝাতে চান।