23 September, 2024

BY- Aajtak Bangla

v

শরীরের এই ৭ জায়গায় ভুলেও স্পর্শ করবেন না, অসুখ ঘিরে ধরবে

নিজের শরীরের যেখানে খুশি হাত দেওয়া যায় না। ডাক্তাররা বলছেন, এতে নানা রোগ হতে পারে। 

 বিশেষজ্ঞদের পরামর্শ, শরীরের এই ৭ জায়গা ছোঁয়ার চেষ্টা করবেন না।

আঙুল দিয়ে তো কান খোঁচাবেন না। অন্য কিছু দিয়েও খোঁচাবেন না। কানের পাতলা পর্দা ছিঁড়ে যেতে পারে।

গালে হাত দেবেন না। হাতে শুধু জীবাণুই নয়, তেলও থাকে। যা ত্বকের ক্ষতি করে। রুমাল ব্যবহার করুন।

কৃমির কারণে মলদ্বার চুলকালে খোঁটাখুঁটি করবেন না। মলদ্বার সংবেদনশীল। আঙুল থেকে ব্যাকটেরিয়া শরীরে ঢোকে। কোলন ক্যানসার হতে পারে। 

কথায় কথায় লিঙ্গ বা নিজের যোনিতে হাত দিয়ে চুলকাবেন না। বিশেষ করে মহিলারা সাবধান হোন। নানা রোগ হতে পারে।

চোখে হাতে দেবেন না। হাতে যে জীবাণু থাকে, তা চোখে চলে যাবে।

যখন-তখন মুখে হাত দেবেন না। আঙুল থেকে মুখের ভিতরে জীবাণু চলে যায়।

নাক খুঁটবেন না। ব্যাকটেরিয়া ঢুকে যায় শরীরে।

পায়ের নীচে হাত দেবেন না। নানা ব্যাকটেরিয়া থাকে। তা হতে চলে আসে। হাত ধুয়ে যে কোনও জায়গায় হাত দিন।