22 April 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
৩০ বছর পেরিয়ে গেলেই মেয়েদের একাধিক মেডিক্যাল চেকআপ করানো উচিত। এমনটাই পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
তাঁদের মতে, ভারতের মহিলাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। আর তার মধ্যে প্রথমেই রয়েছে ইউটেরাসে ক্যান্সার।
সেজন্য ৩০ বছর বয়স হলেই ক্য়ান্সার হয়েছে কি না তার পরীক্ষা করানো দরকার। আগে ধরা পড়লে তার চিকিৎসাও দ্রুত সম্ভব হবে।
মহিলাদের ব্রেস্ট ক্যান্সারও হয়ে থাকে। সেজন্য তারও টেস্ট করানো প্রয়োজন।
চিকিৎসকদের পরামর্শ ২৬ বছর বয়স থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত এই টেস্ট করাতে হয়।
প্রতি তিন বছর অন্তর এই টেস্ট করানো উচিত। প্রাথমিক স্টেজে ধরা পড়লে তা সেরে যেতে পারে।
এছাড়াও শরীরকে সুস্থ রাখতে ৩০ পেরোলেই বছরে অন্তত এক বার করে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।
থাইরয়েড ও কোলেস্টেরল এখন খুব কমন রোগে পরিণত হয়েছে। তাই ৩০ পেরোনোর পর থাইরয়েড পরীক্ষা করা জরুরি।
পুরুষদের তুলনায় মহিলারা বেশি হাড়ের সমস্যাতে ভোগেন। তাই ৩০ পেরোনোর পর শরীরে ভিটামিন ডি ও ক্যালশিয়ামের মাত্রা পরীক্ষা করানো জরুরি।