21 February, 2025

BY- Aajtak Bangla

প্রেমাদরের সেই তুঙ্গ মুর্হূতে পুরুষের কাছে এই কথা শুনতে চান মেয়েরা 

  নারী-পুরষের সম্পর্ক আদিম। থাকে নানা প্রত্যাশা। আর সেই সঙ্গে রোম্যান্স।

শুধু শারীরিক নয় মানসিক টানে রসায়ন হয় জমাটি। একান্ত মুহূর্তে মহিলারা কী কী পছন্দ করেন? 

মহিলারা সঙ্গীর কাছ থেকে চান ভরসা। প্রিয় মানুষ যেন সেই মুহূর্ত কাউকে ফাঁস না করেন। 

মহিলারা রোম্যান্টিক স্বভাবের। রোম্যান্স উপভোগ করেন। কেউ আগ্রাসী আবার কেউ চান কোমল প্রেম। রোম্যান্সের সময় নারীর ইচ্ছা-অনিচ্ছাকে মর্যাদা দিন।

অনেকেই গভীর ভালবাসার সময় নানা ধরনের খারাপ শব্দের ব্যবহার করেন। তা কিন্তু মোটেও পছন্দ করেন না মেয়েরা। তাহলে কী পছন্দ করেন?

গভীর ভালবাসার সময় মেয়েরা শুনতে চান সেই পুরুষটি তাঁকে কতটা ভালোবাসে?

তাঁরা শুনতে চান,'আমি তোমাকে খুব ভালোবাসি'।

গভীর ভালোবাসার সময়টুকু নেই অনেকের। অধরা থাকছে আকাঙ্ক্ষা। মুখ ফুটে প্রিয় মানুষকে বলতে পারেন না। 

তাই ভালোবাসার সময় বের করুন। দুজনে একত্রে কাটান। 

প্রেমের নানা জায়গা খুঁজে করে রং দিন ভালোবাসায়।