BY- Aajtak Bangla
8 August 2024
বিয়ের সময় কোনও মেয়ে বেশ পাতলা ছিপছিপে থাকলেও কয়েক দিন বা কয়েক মাস পরই মেয়েটা মোটা হয়ে যায়।
অনেকে ভাবেন এর পিছনে সহবাস অন্যতম একটা কারণ। হ্য়াঁ, এটাও একটা কারণ।
তবে আরও কিছু কারণ রয়েছে। তারমধ্যে অন্যতম হল বিয়ের পর মেয়েরা অনেক অসেচন হয়ে পড়েন।
বিয়ের আগে নিজেকে ছিপছিপে রাখার জন্য ডায়েট মেনটেন করে মেয়েরা। তবে বিয়ের পর আর সেই ধৈর্য থাকে না। ।
বিয়ের পর নতুন পরিবেশে পড়ে মেয়েদের নিত্যদিনের অভ্যাসে প্রচুর বদল আসে। তাকে নিজের কমফোর্ট জোন ছাড়তে হয়। সেটাও মোটা হওয়ার আর একটা কারণ। . .
হানিমুন থেকে আসার পর মেয়েরা বেশি মোটা হতে শুরু করে। তার কারণ, অত্যাধিক মাত্রায় বাইরের খাবার খাওয়া। . .
বিয়ের আগে মেয়েরা কলেজে পড়ে বা অন্য কোনও কাজের সঙ্গে যুক্ত থাকে। বিয়ের পর বেশিরভাগ মেয়েদেরই ঘরে বন্দি থাকতে হয় ফলে হাঁটাচলে প্রায় কমে যায়। . .
বিয়ের পর শারীরিক সম্পর্কের ফলে শরীরের নানা হরমোনের পরিবর্তন হয়। এতেও মেয়েরা মোটা হয়।
ঘুম কম হলেও অনেক সময় ওজন বেড়়ে যায়। ঘুম কম হওয়ার কারণে মেয়েদের শরীর মোটা হতে শুরু করে।