BY- Aajtak Bangla

পয়া মেয়েদের চেহারায় থাকে এই চিহ্ন, দেখেই বুঝে যান ছেলেরা

14 FEB  2025

সমুদ্রশাস্ত্র মতে, মহিলারা পয়া ও  লক্ষ্মীমন্ত হলে তাঁদের স্বামীরা ভাগ্যবান হন।

কোন মহিলারা পয়া হন, তা তাঁদের চেহারায় এসব চিহ্ন দেখলেই বোঝা যায়।

দেহের বিভিন্ন চিহ্ন এবং আকার যে কোনও মহিলাকে লক্ষ্মীমন্ত করে তুলতে পারে। জেনে রাখুন...

সমুদ্রশাস্ত্র মতে, যেসব মহিলার কপাল চওড়া এবং উজ্জ্বল হয়, তাঁরা সমাজে সম্মান লাভ করেন। কখনও অর্থাভাব হয় না।

যে মহিলার চুল ঘন, ঢেউ খেলানো হয়, তাঁরা সৌভাগ্যবান হন। . .

যেসব মহিলার নাকে তিল থাকে, তাঁরা ঘরে এলে সুখ বাড়ে। . .

যেসব মহিলার ঠোঁটে তিল থাকে, তাঁরা সৌভাগ্য আনেন সংসারে।

যেসব মহিলার দাঁত মুক্তোর মতো সাদা হয়, তাঁরা ভাগ্যবতী হন।