BY- Aajtak Bangla
17 FEB 2025
সব মহিলাই যে ভাগ্যবতী হবেন, তার কোনও মানে নেই। ভাগ্যবতী মহিলার সঙ্গ পেলে পুরুষদের জীবন সুখের হয়।
সমুদ্রশাস্ত্র মতে, এক জন মহিলার চেহারার নানা চিহ্ন দেখে বোঝা যায় তিনি ভাগ্যবতী কি না।
যেসব মহিলার চোখ সুন্দর হয়, তাঁরা ভাগ্যবতী হন। এই মহিলারা সকলকে ভালবাসায় ভরিয়ে রাখেন।
যেসব মহিলার নাকে তিল রয়েছে, তাঁরা সৌভাগ্য সাভ করেন। সুখ-সমৃদ্ধিতে ভরে যায় জীবন।
যে মহিলার জিভ নরম ও গোলাপী রঙের হয়, তাঁরা সুখী হন। . .
যেসব মহিলার নাভিতে তিল রয়েছে, তাঁরা সৌভাগ্যবান হন। . .
কোনও মহিলার পায়ে যদি ত্রিভূজের আকারে তিল থাকে, তা হলে তা শুভ বলে মনে করা হয়। এঁরা বুদ্ধিমতী হন।
যে মহিলার পায়ের পাতা শঙ্খের মতো, পদ্মের মতো হয়, তাঁরা লক্ষ্মীমন্ত হন।
যেসব মহিলার বুড়ো আঙুল চওড়া হয়, তাঁরা সৌভাগ্যবতী হন।