BY- Aajtak Bangla
23 FEB 2025
সমুদ্রশাস্ত্রে মহিলাদের সম্পর্কে নানা কথা তুলে ধরা হয়েছে। নারীদের স্বভাব, লক্ষণ দেখে তাঁদের চরিত্র সম্পর্কে জানা যায়। ।
সেই মহিলাকই সঙ্গেই বিয়ে করা উচিত, যার জন্য ছেলেদের জীবন হবে সুখের। সমুদ্রশাস্ত্র মতে, তেমনই এক নারী চরিত্র হল পদ্মিনী।
সমুদ্রশাস্ত্র মতে, পদ্মিনী মহিলারা ধার্মিক ও সুশীল হন। ।
পদ্মিনী মহিলারা লম্বা হন। এঁদের চুল কোমল হয়। ।
পদ্মিনী মহিলারা পরিবারের যত্ন নেন খুব। দায়িত্বশীল হন এঁরা। ।
পদ্মিনী মহিলারা মধুর ভাষার অধিকারী হন। এঁরা খুবই পতিব্রতা হন।
পদ্মিনী মহিলাদের শরীর থেকে সবসময় সুগন্ধ বেরোয়।
পদ্মিনী স্ত্রীদের কান, নাক ও হাতের আঙুল ছোট হয়।
পদ্মিনী মহিলাদের ঘাড় হয় শঙ্খের মতো।