4 SEP, 2024
BY- Aajtak Bangla
খাট সবার বাড়িতেই থাকে। কেউ লোহা বা স্টিলের খাট ব্যবহার করেন। কেউ আবার কাঠের।
আবার বাড়িতে আসবাবপত্র অনেকে স্টিলের কেনেন কেউ আবার কাঠের।
কিন্তু কাঠ না লোহা কোন খাটে শোওয়া উচিত বা বাড়িতে কোন আসবাবপত্র ব্যবহার করা উচিত, জানুন।
খাট লোহা বা স্টিলের হলে শনি ও রাহুল কুপ্রভাব পড়ে। এতে শরীরের ক্ষতি হয়।
শুধু তাই নয় এই ধরনের খাটে ঘুমোলে বা বসে কাটালে কাজে বাধা আসে, দেনা বাড়ে।
তাহলে লোহার খাট থাকলে কি ব্যবহার করবেন না? শাস্তকাররা বলছেন, চেষ্টা করা উচিত কাঠের খাটে ঘুমোনোর।
লোহার কাঠে ঘুমোলে অনেকটা সময় সেখানে কাটে। তা শুভ নয়। তাই সাধ্য ও সময় মতো কাঠের কাঠ কিনুন।
যদি কাঠের খাট কেনার সামর্থ্য না থাকে তাহলে চৌকি বা তক্তাপোশ কিনতে পারেন।
একইভাবে কাঠের আসবাবপত্র ব্যবহার করুন। আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, টেবিল ইত্যাদি কাঠের কেনা শুভ।