বিশ্ব থাইরয়েড দিবস 2023 : খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়েন? থাইরয়েডের কারণে নয় তো! 

27 May 23

BY- Aajtak Bangla

থাইরয়েড যদি শরীরে অনেক বেশি হরমোন তৈরি করে, তাহলে ওজন অনেকটাই কমতে শুরু করে।

হাইপোথাইরয়েডিজম বেশিরভাগ মানুষের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে থাইরয়েডের সমস্যা বেশি দেখা যায়। 

 থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ করতে ব্যর্থ তার কারণে এই সমস্যা দেখা দেয় 

বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে থাইরয়েডের সমস্যা বেশি দেখা যায়।

 থাইরয়েড গলার সামনের অংশে একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি। এটি একটি হরমোন তৈরি করে যার সাহায্যে বিপাক নিয়ন্ত্রণে থাকে 

যখন হরমোনের মাত্রা খুব কম বা খুব বেশি হয়ে যায়, তখন শরীরে অনেক ধরণের লক্ষণ দেখা দিতে শুরু করে। 

 ওজন পরিবর্তন থাইরয়েড ব্যাধিগুলির অন্যতম সাধারণ লক্ষণ। ওজন বৃদ্ধি থাইরয়েড হরমোনের হ্রাস নির্দেশ করে