BY- Aajtak Bangla
16 November 2024
প্রত্যেক মদের মধ্যে আলাদা আলাদা অ্যালকোহলের মাত্রা হয়। সেই কারণেই একেক মদে একেক রকমের প্রভাব ফেলে।
উদাহরণস্বরূপ, বিয়ারে মাত্র ৪-৮% অ্যালকোহল থাকে।
হুইস্কি, ভদকা, স্কচে অ্যালকোহলের মাত্রা বেশি। তাই এগুলিতে তুলনামূলকভাবে দ্রুত প্রভাব পড়ে।
কিন্তু আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে 'কড়া মদ' কোনটি?
বিশ্বের সবচেয়ে কড়া মদের নাম Polmos Spiritus Rektyfikowany. নামটা পড়তে গিয়ে দাঁত খুলে যাচ্ছে? আসলে এটি একটি ভদকা।
পোল্যান্ডে তৈরি। এতে কত শতাংশ অ্যালকোহল থাকে জানেন?
রিপোর্ট অনুযায়ী, এই মদে প্রায় ৯৬% অ্যালকোহল আছে। অর্থাৎ প্রায় পিওর অ্যালকোহলই বলা যায়। হ্যান্ড স্যানিটাইজারের থেকেও বেশি!
এরপরেই আছে এভারক্লিয়ার ১৯০। এতে ৯৫% অ্যালকোহল থাকে।
এই সব মদই অবশ্য কোনও ড্রিঙ্ক বানিয়ে তাতে সামান্য পরিমাণে ব্যবহার করা হয়। এগুলি ড্রাই পান করা যায় না।
বি. দ্র.- শুধুমাত্র জ্ঞানের স্বার্থে এই প্রতিবেদন লিখিত। মদ্যপান স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই প্রতিবেদন মদ্যপানে উৎসাহ দেয় না।