17 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

মুখে বলিরেখা-বয়সের ছাপ? নারকেল তেলের এই টোটকায়  ৭ দিনেই দূর হবে

প্রত্যেকেই চায় তাদের ত্বক উজ্জ্বল হোক এবং তাদের মুখে আলাদা আভা দেখা যাক।

 কিন্তু, মানুষের কিছু অভ্যাকিন্তু মুখের সবচেয়ে বড় সমস্যা হল বলিরেখা, যার কারণে  অল্প বয়সেও মুখ বুড়ো মনে করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখে বলিরেখা দেখা যায়, তবে মানুষের জীবনযাত্রার পরিবর্তনের কারণে এখন অল্প বয়সেও মুখে বলিরেখা দেখা দিচ্ছে। স আত্মবিশ্বাস নষ্ট করে।

 বলিরেখার কারণে মুখ নিস্তেজ ও বৃদ্ধ দেখায়। বলিরেখার অনেক চিকিৎসা আছে, এর জন্য মানুষ অনেক ধরনের ট্রিটমেন্ট এবং প্রোডাক্ট  ব্যবহার করে।

তবে বেশিরভাগ বিউটি প্রোডাক্টে রাসায়নিক থাকে, যা মুখের আরও ক্ষতি করে। কারো যদি বলিরেখার সমস্যা থাকে, তাহলে এই ঘরোয়া প্রতিকার দিয়েও সারিয়ে  ফেলতে পারেন। এর জন্য নারকেল তেল সবচেয়ে ভালো।

নারকেল তেলে উপস্থিত ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড মুখের জন্য খুবই উপকারী। নারকেল তেলে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

 বলিরেখা দূর করতে নারকেল তেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নারকেল তেল বার্ধক্যজনিত লক্ষণগুলিকেও নিয়ন্ত্রণ করে।

প্রথমে ২ থেকে ৩ ফোঁটা ভিটামিন ই তেল নিন এবং এক চামচ নারকেল তেলের সঙ্গে  মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে আলতোভাবে লাগিয়ে ম্যাসাজ করুন।

কিছুক্ষণ ম্যাসাজ করার পর সারারাত মুখে লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে ওঠার পর সাধারণ জল  দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং কিছু দিনের মধ্যেই আপনার মুখ চাঁদের মতো উজ্জ্বল হতে শুরু করবে।

আরেকটি সমাধান হল আপনি নারকেল তেলে মধু মিশিয়ে মুখে লাগালে বলিরেখা থেকে মুক্তি পেতে পারেন। মধু ত্বককে নরম ও কোমল করে। এর পাশাপাশি মধু মুখের বলিরেখা ও ফাইন লাইন দূর করতেও সাহায্য করে।

 প্রথমে এক চামচ নারকেল তেল নিয়ে তাতে ১ বা ২ ফোঁটা মধু মেশান। ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে ওঠার পর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত করলে কয়েকদিনের মধ্যেই ফল দেখতে পাবেন।