BY- Aajtak Bangla

বাঁ না ডান, কোন হাতে ঘড়ি পরা শুভ, জানুন

4 May 2025

হাত ঘড়ি যেমন সময় দেখার জন্য জরুরি, ঠিক তেমনই স্টাইল স্টেটমেন্টও বটে।

হাত ঘড়ি

আমরা অনেকেই হাত ঘড়ি পরি। কেউ বাঁ হাতে পরেন। আবার কেউ ডান হাতে ঘড়ি পরেন।

বাঁ-ডান হাত

তবে জানেন কি, কোন হাতে ঘড়ি পড়া আদতে শুভ?

কোন হাতে পরা শুভ

দুই হাতেই ঘড়ি পরতে পারেন। যে হাতে আপনি ঘড়ি পরতে স্বচ্ছন্দ।

দুই হাতেই পরতে পারেন

তবে জ্যোতিষ মতে, বাঁ হাতের তুলনায় ডান হাতে ঘড়ি পরা শুভ।

বাঁ হাত

ডান হাতে ঘড়ি পরলে জীবনে সাফল্য আসে। 

ডান হাত

ঘড়ি ডান হাতে পরলে জীবনে উন্নতি হয়।

উন্নতি

ডান হাতে ঘড়ি পরলে ইতিবাচক শক্তির প্রবেশ হয়।

ইতিবাচক