BY- Aajtak Bangla
20 Oct, 2024
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। কিন্তু কোরিয়ানদের টোটকা যদি ব্যবহার করেন তাহলে বুড়ো বয়সেও জেল্লা দেবে।
চামড়া কুঁচকে গেলে চেহারায় বয়সের ছাপ পড়ে। তাই মুখের ত্বক মসৃণ এবং উজ্জ্বল করতে নানা প্রসাধনী মাখেন অনেকে।
অনেকে ফেসিয়াল করেন। কিন্তু তা বারবার করাতে হয়। আবার গুচ্ছের টাকা খরচ হয়।
তবে চাইলে ঘরোয়া উপাদানেই পেতে পারেন কোরিয়ান গ্লাস স্কিন। একেবারে ঝকঝক করবে। ।
কোরিয়ান গ্লাস স্কিনের জন্য লাগবে রাইস ওয়াটার বা চাল ধোওয়া জল। . .
চাল ধোওয়া জলে মেশাতে হবে অ্যালোভেরা বা অ্যালোভেরা জেল। . .
লাগবে ভিটামিন ই ক্যাপসুল এবং অলিভ ওয়েল। . .
তারপরে ৪টি উপাদান ভাল করে মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে সারা রাত রেখে দিন।
এবার ওই মিশ্রণটি ভাল করে মুখে লাগান। দেখবেন কয়েক দিনের মধ্যেই পাবেন চকচকে কোরিয়ান গ্লাস স্কিন।