06 April, 2024

BY- Aajtak Bangla

ভাড়া পাওয়া যাচ্ছে গার্লফ্রেন্ডও, কীভাবে-কত খরচ?

ভাড়াবাড়ি থেকে ভাড়াগাড়ি নিশ্চয়ই শুনেছেন কিন্তু ভাড়ার প্রেমিকা শুনেছেন? কী ভাবে পাবেন জানতে পড়ুন শেষ অবধি।

অনেকেই বিশ্বাস করবেন না ভাড়ার প্রেমিকা আবার হয় না কি, কিন্তু এই অসম্ভব কে সম্ভব করছে একটি ওয়েবসাইট ।

অনেকেই সমন্ধ দেখতে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে এই পদ্ধতি অবলম্বন করছেন বলে শোনা যাচ্ছে।

কিন্তু এই প্রেমিকা পেতে হলে আপনাকে মানতে হবে অনেক গুলো শর্ত। কী কী করা যাবে তার সঙ্গে দেওয়া আছে তালিকা।

ডেটে যাওয়া, রেস্তোরাঁয় গিয়ে খাওয়া, গল্প করা, ভিডিও গেম খেলার মতো কাজ তাঁরা করতে পারবেন ভাড়ার প্রেমিকের সঙ্গে।

তালিকায় রয়েছে বিভিন্ন রেট। এক একটি কাজের জন্য আলাদা আলাদা টাকা।

ডিনার করতে হলে দিতে হবে হাজার দুয়েক টাকা। এর থেকে যদি বেশি কিছু চান তাহলে খসবে আরও বেশি। খরচ পরবে ৭ হাজার টাকার মতো।

কিন্তু কোন ভাবেই এই প্রেমিকার সঙ্গে শারীরিক কোন সম্পর্ক করা যাবে না। তা পুরোপুরি অবৈধ। হতে পারে জেলও।

এই ওয়েবসাইটটি খোঁজ পাওয়া গিয়েছে চিনে। ২০১৯ সালের বেশ জনপ্রিয় হয়েছিল এই ওয়েবসাইটটি।