24 March, 2025
BY- Aajtak Bangla
হালকা গরম পড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এরপরেই আসছে ভ্যাপসা গরম। এই সময়ে এসি ছাড়া দিন কাটানোর কথা ভাবতেই পারেন না অনেকে। আর সত্যিই এসি ছাড়া ঘরে এসময়ে থাকা দায় হয়ে পড়ে!
যে কারণে অনেকেই কিন্তু এসি প্রায় অর্ডারও করে ফেলেছেন। এই সময়ে সব সময় এসি চালিয়ে রাখা সম্ভব নয়। এতে বিদ্যুতের বিল কিন্তু প্রচুর আসে। তাছাড়াও যা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকারক। তাই এসি ছাড়া আপনি কিন্তু এই উপায় আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারেন। জানেন কী করবেন?
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখতে গেলে আপনাকে আপনার বাড়ির জানালা, দরজা খুলে রাখতে হবে। সকাল থেকে খুলে রাখবেন। কারণ গরম বাতাস বেরিয়ে গেলে ঘর কিছুটা হলেও ঠান্ডা থাকবে।
যেদিকে আপনার জানলা রয়েছে সেদিকে কিন্তু পর্দা লাগান। কারণ হচ্ছে সূর্যের আলো দিনের বেলা সরাসরি ঘরে ঢুকলে ঘর কিন্তু এমনি গরম হয়ে উঠবে। পর্দা লাগান কিংবা ছাউনি করে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার ঘরে সূর্যের আলো কম ঢুকবে।
বাড়ির সামনে গাছও লাগাতে পারেন। তাহলে বাড়ি কিছুটা হলেও ঠান্ডা থাকবে।
হালকা রঙ হালকা রঙের পর্দা, আসবাবপত্র অল্প ব্যবহার করার চেষ্টা করুন। যে ঘরে ঘুমাবেন সে ঘরে অল্প জিনিসপত্র রাখুন। এতে আপনার ঘর ঠান্ডা থাকবে।
গাঢ় রঙ ব্যবহার করলে সূর্যের তাপ কিন্তু খুব সহজেই তা শোষণ করবে এবং ঘর কিন্তু তা খুব সহজে গরম হয়ে উঠবে।
লিলি, অ্যালোভেরার মতন গাছ ঘরে রাখুন। যা কিন্তু আপনার ঘরকে ঠান্ডা রাখবে। আর তাছাড়া এগুলি বাড়িতে রাখলেও বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করে।
সিলিং ফ্যানে যেন ঝুল না পড়ে থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। পাখা বা এক বা দু’দিন ছাড়াই পরিষ্কার করুন। তাহলে ফ্যান চালালেও কিন্তু আপনার ঘর ঠান্ডা থাকবে।
বেশি আলো জ্বালাবেন না গরমে ঘরে প্রচুর আলো জ্বালিয়ে রাখা এড়িয়ে চলুন। এতে ঘর কিন্তু গরম হয়। তাছাড়া যতই আপনি পাখা চালান না কেন ঠান্ডা ভাব কিন্তু পাবেন না।
এই টিপসগুলি মেনে গরমে খুব সহজেই আপনি কিন্তু আপনার বাড়িতে ঠান্ডা রাখতে পারেন।