11 May, 2025

BY- Aajtak Bangla

মাকে নিয়ে দেখতে পারেন এই সিনেমাগুলো, চোখে জল এসে যাবে!

বিশ্বের নানা দেশের নির্মাতারা তাঁদের ক্যামেরায় বন্দী করেছেন মায়ের হাসি-কান্না, সংগ্রাম আর স্বপ্নকে। 

মাকে নিয়ে নির্মিত বহু চলচ্চিত্র কখনো দর্শকের চোখে জল এনেছে, কখনো হৃদয় ভরিয়ে দিয়েছে মমতায়।

উই নিড টু টক অ্যাবাউট কেভিন’। ব্রিটিশ-আমেরিকান মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটি মুক্তি পায় ২০১১ সালে। কেভিন ও তাঁর মাকে নিয়ে ছবির গল্প। 

‘টার্মস অব এনডিয়ারমেন্ট’, হাস্যরসাত্মক হলিউডি ছবিটি মুক্তি পায় ১৯৮৩ সালে। ১১টি মনোনয়ন পেয়ে ৫টি অস্কার জেতে মা-মেয়ের গল্পের এই ছবি।

‘মাস্ক’, ১৯৮৫ সালে হলিউডে মুক্তি পায় জীবনীভিত্তিক এই ছবি। ছেলের অসুখের সঙ্গে মায়ের লড়াই চোখে পড়বে সত্য ঘটনার এই ছবিতে। 

‘দ্য বাবাডুক’, অস্ট্রেলিয়ান-কানাডিয়ান এই ভৌতিক মনস্তাত্ত্বিক ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। স্বামীর মৃত্যুর পর ছয় বছর বয়সী ছেলেকে নিয়ে বিধবা মায়ের গল্প দেখানো হয়েছে এই ছবিতে। 

‘মামা রোমা’। ১৯৬২ সালে মুক্তি পায় ইতালির এই ছবিটি। সাবেক যৌনকর্মী ও তাঁর ১৬ বছর বয়সী ছেলের কষ্টের জীবন নিয়ে গড়ে উঠেছে ছবির গল্প। যৌনকর্মী ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন অ্যানা মাগনানি।

‘অ্যালিস ডাস নট লিভ হিয়ার অ্যানিমোর’, ১৯৭৪ সালে মুক্তি পাওয়া হলিউডের এই ছবিও কৌতুকপূর্ণ। বিধবা মা ছেলেকে নিয়ে সুখের জীবন খোঁজে এই ছবিতে। 

‘গ্রে গার্ডেনস’, এটি একটি মার্কিন প্রামাণ্যচিত্র। মুক্তি পায় ১৯৭৫ সালে। দরিদ্র মা-মেয়ের নিত্যদিনের জীবনযাপন দেখানো হয়েছে ছবিতে।