25 April, 2024
BY- Aajtak Bangla
হাওড়া ব্রিজ কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের একটি অন্যতম পরিচয়।
হাওড়া ব্রিজের পাঁচটি এমন তথ্য রয়েছে, যা শুনলে প্রায় সকলে চমকে উঠবেন।
আজ থেকে প্রায় বহু বছর আগে কলকাতায় প্রথম তৈরি হয় এই ক্যান্টিলিভার সেতু।
সেতুটি নির্মাণের সময় এই সেতুটি ছিল দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু।
তবে বর্তমানে এই সেতুটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ক্যান্টিলিভার সেতু।
এই সেতুটি ভারত তথা পশ্চিমবঙ্গের অন্যতম দীর্ঘ নদী হুগলি নদীর উপর নির্মিত।
১৯৬৫ সালে এই সেতুটির নাম রাখা হয় রবীন্দ্র সেতু।
কিন্তু এই সেতুটির নাম হাওড়া ব্রিজ নামেই বহুল পরিচিত। প্রায় ২৩ মিটার হল এই সেতুটির উচ্চতা।
এই হুগলি নদীর উপর দিয়ে প্রায় ১ লক্ষ গাড়ি যাতায়াত করে ও প্রায় ৫ লক্ষ মানুষ হাঁটাচলা করে। অবাক করা বিষয় হল এই সেতুটি বানাতে একটি স্ক্রু এর ও প্রয়োজন হয়নি।