16 OCTOBER , 2024
BY- Aajtak Bangla
ছোটবেলা থেকেই আমরা একটি সামাজিক বন্ধনে থাকার ফলে বুঝতে পারি যে আমাদের মিলেমিশে থাকতে হবে৷
এমনকী ছোটদেরও বুঝিয়ে দেওয়া হয়, ভাগ করে খাওয়া, আনন্দ ভাগ করে নেওয়াতেই জীবনের স্বার্থকতা৷ কিন্তু এমন কয়েকটি বিষয় আছে, যেগুলি সত্যই ভাগ করে নেওয়া যায় না৷
তবে মনে রাখবনে জীবনে ভাল থাকতে গেলে সব কিছু শেয়ার করা গেলেও পরম আত্মীয়ের সঙ্গে ৫টি কথা শেয়ার করা উচিত নয়৷
এতে লাভের পরিবর্তে প্রবল সমস্যার সন্মুখীন হতে পারেন আপনি৷
মানুষের জীবনে নানারকম ব্যক্তিগত সমস্যা থাকে৷ তার কোনওটা বড়, কোনওটা ছোট৷ আপনার চারপাশে যে আত্মীয়রা আছেন, তাঁদের সব কথা জানাতে হবে না৷
যাঁরা আপনাকে এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে, তাঁদের কাছে আপনার অসুবিধা কথা খুলে বলুন৷
নিজের আর্থিক পরিস্থিতির কথা সবসময় খুবই গোপণ রাখা উচিত৷ পরিবারের সদস্য বাদে কাউকে জানানোর প্রয়োজন নেই৷ আত্মীয়দের কাছেও স্পষ্ট করে বলার কোনও দরকার নেই, আপনি খামোখা আলোচনা পাত্র হবেন মাত্র৷
আপনার জীবনে সম্পর্কের সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনার কোনও প্রয়োজন নেই৷ আপনার স্ত্রী বা স্বামী বা সঙ্গীর সঙ্গে আপনার কোনও সমস্যা হলে একান্ত ব্যক্তিগত কাউকে জানাতে পারেন, না হলে নিজে নিজে সমাধান করাই ভাল৷
স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্যও আত্মীয়দের দেওয়ার দরকার নেই৷ এর ফলে তাঁরা নানারকম মত প্রকাশ করবেন, আপনার মনেও একটা ভাবনা ও চাপ তৈরি হবে৷ এই নিয়ে কথা বলতেই থাকবেন৷ দরকার নেই এই চাপ নেওয়ার৷
এ ছাড়া আপনার লক্ষ্যও সবসময় আত্মীয়কে স্পষ্ট করে বলার কোনও দরকার নেই৷ বেশিরভাগ মানুষই আপনাকে নিয়ে নানারকম উল্টো-পাল্টা মন্তব্য করবে৷ তাঁদের নেতিবাচকরা ও ঈর্ষার কারণ হয়ে লাভ নেই মোটেও৷