25 April, 2025

BY- Aajtak Bangla

কাঙাল হয়ে যাবেন, এই ৭ ছবি দিয়ে ঘর সাজাবেন না

v

অনেকেই ঘরের সৌন্দর্যায়নে ছবি লাগান দেওয়ালে। কিন্তু এমন কিছু ছবি আছে যা লাগাতে নেই।

এই ৭ ধরনের ছবি ঘরে রাখবেন না। ঘিরে ধরবে দারিদ্র ও অশান্তি। 

বন্য প্রাণী- ঘরে বাঘ-সিংহের ছবি রাখবেন না। এতে পরিবারে অশান্তি, হিংসা ও ঝগড়া হয়। 

দুখী ও কান্নাকাটির ছবি- দুখী এবং কান্নাকাটি করা মানুষের ছবি এড়ান। এই সব চিত্রকর্ম নেতিবাচকতা ছড়ায়। 

প্রবাহমান জল- বাড়িতে খরস্ত্রোতা নদী ও জনপ্রপাতের ছবি রাখবেন না। এটা অস্থিরতা তৈরি করে। সম্পদ চলে যায়। 

তাজমহলের ছবি- এটি একটি সমাধি। ঘরে কোনও সমাধির ছবি রাখবেন না। নেতিবাচক শক্তি আসে ঘরে।

নটরাজের ছবি- শিবের তাণ্ডব রূপ। বাস্তু অনুসারে, নটরাজ ধ্বংসরলীলার প্রতীক। ঘরে খারাপ প্রভাব পড়ে।

যুদ্ধের ছবি - যুদ্ধ বা হিংসার সঙ্গে সম্পর্কিত কোনও ছবি ঘরে লাগাবেন না। ঘরে অশান্তি হয়।

ভূতুড়ে ছবি- ঘরে ভূত, আত্মা বা কালো জাদু সম্পর্কিত ছবি রাখা এড়িয়ে চলুন।  মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে।

শিব পরিবারের ছবি রাখতে পারেন। এছাড়া সাদা ঘোড়ার ছবি রাখতে পারেন ঘরে।