23 April, 2025
BY- Aajtak Bangla
v
জীবনে একজন ভালো বন্ধু পেলে অনেক কিছুই সহজ হয়ে যায়। কিন্তু বন্ধু বাছাটা কঠিন।
এমন লোকও আছে যারা সামনে বন্ধু। কিন্তু আসলে আপনার ক্ষতি চায়। কীভাবে চিনবেন?
চাণক্য নিজের নীতিতে এমন লোকদের কথা উল্লেখ করেছেন, যাঁদের সঙ্গে ভুলেও বন্ধুত্ব করা উচিত নয়।
মনে ঈর্ষা-কিছু মানুষ সামনে অনেক প্রশংসা করে। পিছনে নিন্দা করে। আপনি জীবনে এগিয়ে গেলে সে হিংসে করে।
আচার্য চাণক্যের মতে, হিংসুটেরা কখনও আপনার বন্ধু হতে পারে না। এই ধরনের লোকেদের এড়িয়ে চলুন।
নেতিবাচক চিন্তা- সবসময় নেতিবাচক চিন্তা করে। উৎসাহ দিতে পারে না। এমন নেগেটিভ চিন্তার লোকেরা কখনও বন্ধু হতে পারে না।
সবার বন্ধু- যাঁরা সবার বন্ধু, তাঁরা আসলে কারওর বন্ধু নয়। এমন ব্যক্তিকে গোপন কথা বলতে নেই। সে সবাইকে বলে দিতে পারে।
বিপদ-আপদে- ভালো বন্ধু কেবল বিপদের সময়েই চেনা যায়। বিপদ এলে পাশে থাকে না. এমন বন্ধুর দরকার নেই।
খারাপ স্বভাব- ভুল করেও খারাপ স্বভাবের লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয়। পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে। দুষ্ট ব্যক্তির স্বভাব কখনও পরিবর্তন হয় না।
চাণক্য বলেছেন,'সাপ এবং দুষ্ট ব্যক্তির মধ্যে একটি বেছে নিতে হলে সাপই ভালো। কারণ সাপ কেবল একবারই কামড়ায়। দুষ্ট ব্যক্তি বারবার কামড়ায়।