13 December 2023

BY- Aajtak Bangla

সঙ্গী মাইন্ড গেম খেলছে? বুঝুন এই লক্ষ্মণগুলোতে  

সম্পর্কে ভালোবাসা,বিশ্বাস, বোঝাপড়া খুবই প্রয়োজন।

কিন্তু, অনেকেই সম্পর্কে মাইন্ডগেম খেলে। আপনার সঙ্গীও এমনটা করছেন কি ?

সঙ্গী যদি আপনার প্রশ্নের উত্তর ঠিক করে না দেয় তবে জানবেন সেটা মাইন্ডগেমের লক্ষ্মণ।

সঙ্গীর কোনও ভুল ধরলে যদি আপনার সঙ্গে ঝগড়া করে তবে বিষয়টিকে হেলায় ওড়াবেন না।

সঙ্গী যদি হঠাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলেও সতর্ক হোন। 

আপনাকে যদি পার্টনার সব কিছুতেই শর্ত দেয়, তবে এটিও মাইন্ড গেমের লক্ষ্মণ।

দুর্বল জায়গা জেনে সেটিকে ব্যবহার করে যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন তবে বিষয়টিকে খেয়াল করুন।

পুরোনো কথা তুলে ঝগড়া শুরু করলে বুঝবেন আপনার সঙ্গী মাইন্ড গেম খেলছেন।

অতিরিক্ত ফুলকপি গ্যাস, বুকজ্বালা, পেটভারের জন্য দায়ী। 

ফুলকপি ক্রুসিফেরাস সবজির একটি পরিবারের অন্তর্গত, যা জটিল কার্বোহাইড্রেট, ফাইবার এবং রাফিনোজ এবং ফ্রুকটান নামক যৌগ ধারণ করে। তাই গ্যাস এবং ফোলাভাব হতে পারে।