2 March, 2025

BY- Aajtak Bangla

আপনার বয়স অনুযায়ী কতটা ওজন থাকা উচিত? রইল ওয়েট চার্ট

অতিরিক্ত ওজন শুধু শারীরিক নয় বাড়ায় মানসিক চাপ। দেখে নেওয়া যাক ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অনুযায়ী, কোন বয়সে কত ওজন থাকা উচিত। 

(২ থেকে ৫ বছর) পুরুষ-১২. ৫ কেজি/ মহিলা- ১১.৮ কেজি (৬ থেকে ৮ বছর) পুরুষ- ১৪-১৮.৭ কেজি/ মহিলা- ১৪-১৭ কেজি

(৯ থেকে ১১ বছর) পুরুষ- ২৮- ৩১ কেজি/ মহিলা- ২৮- ৩১ কেজি

(১২ থেকে ১৪ বছর) পুরুষ- ৩২-৩৮ কেজি/ মহিলা- ৩২-৩৬ কেজি

(১৫ থেকে ২০ বছর) পুরুষ- ৪০-৫০ কেজি/ মহিলা- ৪৫ কেজি

(২১ থেকে ৩০ বছর)- পুরুষ- ৬০-৭০ কেজি/ মহিলা- ৫০-৬০ কেজি

(৩১ থেকে ৪০ বছর) পুরুষ- ৫৯-৭৫ কেজি/ মহিলা ৫০-৬০ কেজি

(৪১ থেকে ৫০ বছর) পুরুষ- ৬০-৭০ কেজি/ মহিলা- ৫৯- ৬৩ কেজি

(৫১ থেকে ৬০ বছর) পুরুষ-৬০-৭০ কেজি/ মহিলা- ৫৯-৬৩ কেজি

এই চার্ট একটি সাধারণ সূচক। সব ব্যক্তির ক্ষেত্রে সমান না-ও হতে পারে। অতিরিক্ত ওজন হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।