1 May,, 2024

BY- Aajtak Bangla

লাগবে না এসি, এভাবেই ঠাণ্ডা করুন ঘর

ছোটোবেলা থেকেই আমরা শুনে এসেছি যে ভেজা কাপড় জানলায় দিয়ে রাখলে তা ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে।

যদিও আগে ঘর ঠান্ডা রাখার জন্য খড়খড়ি ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে তা লুপ্তপ্রায়।

তাই গরমে ঘর ঠান্ডা রাখার জন্য ভেজা কাপড় জানলায় টাঙিয়ে ঘর ঠান্ডা করতে পারেন।

তবে ভেজা কাপড় টাঙানোর সময় অবশ্যই ভালো করে কাপড়টি চিপে নিতে হবে।

নইলে অতিরিক্ত ভেজা কাপড়ের থেকে বাতাসে অস্বস্তি তৈরি হয়।

ভেজা কাপড় মেলে দেওয়ার পর ঘরের ফ্যান চালিয়ে দিন। 

এতে ভিজে কাপড় গরম হাওয়া শোষণ করে নেবে এর ফলে ঘর ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে।

এই ভাবেই বিনা এসিতে আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখতে পারবেন।