11 December, 2023

BY- Aajtak Bangla

আজীবন সিঙ্গেল, কপালে প্রেম নেই এই রাশির মানুষদের

 মিথুন রাশি- এই রাশির মানুষরা একটু স্বাধাীনচেতা হন। ফলে সম্পর্কে জড়াতে গেলে নিজেকে দম বন্ধ লাগে। 

তবে একবার সত্যিকারের প্রেমে পড়লে মিথুন রাশির জাতক-জাতিকারা ততটাই কমিটেড হন। 

ধনু রাশি- নিজেদের কল্পনার জগতেই থাকেন এই রাশির জাতক জাতিকারা।

ফলে প্রেমের বিষয়ে আপাতভাবে কিছুটা উদাসীন। কিন্তু এদের সঙ্গে প্রেম করতে পারলে আপনার জীবন পাল্টে দেবে। 

কুম্ভ রাশি- এঁরা প্রেমের বিষয়ে অনেক সিরিয়াস। 

আর সেই কারণেই অনেক ভেবেচিন্তে তবেই প্রেমে পড়েন। তাই এঁদের প্রেম আসে দেরিতে। 

মকর রাশি- এঁরা নিজের হবি, কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকেন। 

তাই খুব স্পেশাল কাউকে না পেলে প্রেমের রাস্তায় হাঁটেন না মকর রাশির জাতকরা। 

মেষ রাশি- এঁদের প্রেম আসে তাড়াতাড়ি। আবার ব্রেক আপ হলে মুভ অনও করেন জলদি। 

মাঝে মাঝে এই কারণেই প্রেম করতে এঁরা ভয় পান। তাই এঁদের সবসময়ে শান্ত মনের, সংবেদনশীল সঙ্গী প্রয়োজন।