BY: Aajtak Bangla 

মেদ ঝরানোয় জাদুকরী জুম্বা ডান্স

19 APRIL 2023

কথায় বলে, 'স্বাস্থ্যই সম্পদ'

জিরো ফিটনেস থেকে স্বাস্থ্যবান থাকতে রয়েছে এক সমাধান, জুম্বা ডান্স। 

শরীর, মন ভাল রাখতে - জুম্বা 

জুম্বাতে শরীরের অবাঞ্ছিত মেদ ঝরে। এই ধরনের অনুশীলন করলে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যও ভাল থাকবে। 

জুম্বা ডান্স কী? 

কলম্বো থেকে আসা এই ফিটনেস ডান্স ফর্ম এখন ভারতেও বেশ জনপ্রিয়। জুম্বা, লাতিন ও অন্যান্য আন্তর্জাতিক মিউজিকের সেট করা একটি নাচের ফিটনেস প্রোগ্রাম। 

 এটি একটি পূর্ণ-বডি ওয়ার্কআউট

এই শারীরিক অনুশীলনের দ্রুত এবং ধীর দু'রকমই গতিবিধি হয় শরীরে। যার ফলে ধারাবাহিক গতিতে কোনও নাচের চেয়ে আরও বেশি ক্যালোরি বার্ন করতে সহায়তা করে। 

এই ফিটনেস ফর্মের জুড়ি মেলা ভার

 শরীরের রক্ত চলাচল ভাল করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ভাল ঘুমের জন্যে  ও স্ট্রেস কমাতে এই ফিটনেস ফর্মের জুড়ি মেলা ভার।

 সকলেই করতে পারেন 

বিদেশী গানের তালে এই ধরনের ফিটনেস নাচের ফলে মানসিক স্বাস্থ্য ভাল থাকে। 

ফান-অ্যাক্টিভিটি জুম্বা 

 এই ওয়ার্ক আউট ফর্ম শুধু ফিটনেসের জন্য না। ছোটরাও এটি করতে মজা পায় এবং মনেই হয় না আলাদা করে ব্যায়াম করছেন।

কাঙ্খিত চেহারা পেতে 

এক ঘণ্টার জুম্বা অনুশীলনে প্রায় ৩০০-৯০০ ক্যালোরি বার্ন হতে পারে। সপ্তাহে এক ঘণ্টার ২-৩ জুম্বা ক্লাস করলে অল্প সময়ের মধ্যেই  পারেন আপনি।

তাড়াতাড়ি ওজন কমায় 

জুম্বা খুব তাড়াতাড়ি ওজন কমাতে পারে। মাস খানেকের মধ্যেই উল্লেখযোগ্য ফল চোখে পড়ে। 

শরীর চাঙ্গা থাকবে

নিয়মিত জুম্বা ডান্সে আপনার বিপাক প্রক্রিয়া ভাল থাকে। আর হজম ক্ষমতা যত বাড়বে, তত শরীর আরও চাঙ্গা থাকবে।