BY- Aajtak Bangla
13 March, 2024
২০১১ সালে, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল। ১৫ সদস্যের সেই দলে অন্তর্ভুক্ত অনেক খেলোয়াড় ইতিমধ্যে তাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেছেন।
ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি বহরমপুর লোকসভা আসন থেকে নির্বাচনে লড়বেন। ইউসুফ ২০১১ সালের বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে ৭৪ রান করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন ইউসুফ পাঠান। ফাইনালে ওপেনিং করেন তিনি। ১৫ রান করে আউট হন তিনি।
ওপেনার গৌতম গম্ভীর, ২০১১-র বিশ্বকাপ জেতা দলে ছিলেন। বিজেপির টিকিটে পূর্ব দিল্লি থেকে নির্বাচনে জিতে লোকসভায় যান গম্ভীর।
তিনি সম্প্রতি রাজনৈতিক ইনিংস শেষ করেছেন, এখন তিনি IPL-এ KKR-এর মেন্টর হিসেবে কাজ করবেন।
২০১১ সালের বিশ্বকাপ দলে এস শ্রীশান্তও ছিলেন। তিনি ২০১৬ সালে কেরলের তিরুবনন্তপুরম আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হারেন।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে ছিলেন শ্রীশান্ত। ফাইনালে মিসবাহ উল হকের ঐতিহাসিক ক্যাচ নিয়ে ট্রফি জেতান তিনি।
২০১১ বিশ্বকাপ দলে থাকা হরভজন সিংও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হরভজন।
ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরকও ২৬ এপ্রিল ২০১২ সালে রাজ্যসভার সাংসদ মনোনীত হন। ২০১৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন।