19 December, 2023

BY- Aajtak Bangla

IPL-এর সবচেয়ে দামি ৫ প্লেয়ার, কোটি কোটি টাকা!

IPL-এর ইতিহাসের সবচেয়ে দামি প্লেয়ারের রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক। 

 মঙ্গলবারের নিলামে ২৪.৭৫ কোটি টাকায় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারকে কিনল কলকাতা নাইট রাইডার্স (KKR)।  

অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ারদের অবশ্য ২০ কোটির বেশি দাম হওয়ার অবশ্য কারণ আছে। কেন? 

এখনও পর্যন্ত সবচেয়ে দামি ৫ প্লেয়ারের তালিকা দেখে নিন। 

৫. বেন স্টোকস (১৬.২৫ কোটি টাকা): ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক এবং অলরাউন্ডার বলে কথা। বেন স্টোকস আইপিএল ইতিহাসের পঞ্চম সবচেয়ে দামি খেলোয়াড়। আইপিএল ২০২৩-এর নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) তাঁকে ১৬.২৫ কোটি টাকায় কিনেছিল।  

৪. ক্যামেরন গ্রিন (১৭.৫০ কোটি টাকা): স্যাম কুরানের পর নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার এই তারকা অলরাউন্ডারকে ১৭.৫০ কোটি টাকায় কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পরে RCB-র সঙ্গে এক্সচেঞ্জ করা হয়।  

৩. স্যাম কুরান (১৮.৫০ কোটি টাকা): ২০২৩ সালে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার স্যাম কুরান  পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজি ১৮.৫০ কোটি টাকায় কিনেছিল।

২. মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা): কামিন্সের রেকর্ড ভাঙলেন ফাস্ট বোলার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্কই আপাতত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়। তাঁকে কলকাতা নাইট রাইডার্স (KKR) ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে।

১. প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা): প্যাট কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কেনে সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান প্যাট কামিন্স। কিন্তু এক ঘণ্টার মধ্যেই সেই  রেকর্ড ভেঙে যায়।