BY- Aajtak Bangla

সেঞ্চুরি করে চিরকূট সেলিব্রেশন অভিষেকের, কী লেখা ছিল? 

12 APRI, 2025

৪০ বলে সেঞ্চুরি। ২৪৬ রান তাড়া করতে নেমে দুরন্ত ইনিংস অভিষেক শর্মার।

১১টা চার ও ৭টা ছক্কা মেরে সেঞ্চুরি করেই অভিনব সেলিব্রেশনে মাততে দেখা গেল তরুণ ওপেনারকে।

ঘরের মাঠে দলের সমর্থকদের পাশে থাকার জন্য অভিনন্দন জানাতে অভিষেক যা করলেন তা একেবারেই আলাদা।

পকেট থেকে একটা পাতা বের করলেন অভিষেক। প্রথমে তাতে কী লেখা আছে তা বোঝা না গেলেও, পরে তা বোঝা যায়।

দেখা যায় লেখা রয়েছে, 'এটা অরেঞ্জ আর্মির জন্য'। অভিষেকের কাছ থেকে সেই চিরকূট নিয়ে দেখতে দেখা যায় পঞ্জাব দলের ক্রিকেটারদের।

প্রথমেই অভিষেকের কাছ থেকে তা নেন শ্রেয়স। পড়ে দেখেন পঞ্জাব ক্যাপ্টেন।

দলের তরুণ ওপেনারের ব্যাটিং-এ উচ্ছ্বসিত দলের মালকিন কাব্য মারানও।

অভিষেকের মাকে জড়িয়ে ধরেন কাব্য। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।