7 November 2023
BY- Aajtak Bangla
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউটের শিকার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এই ইতিহাসে নাম লেখাতে পারতেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সৌরভের সঙ্গেও এমনটা হতে পারত। তবে সেবার আপিল করেননি ক্যাপ্টেন গ্রেম স্মিথ।
সচিন তেন্ডুলকরের নামার কথা থাকলেও ফিল্ডিং-এর সময় তিনি মাঠে না থাকায়, নামতে পারেননি। তাঁর জায়গায় সৌরভ নামতে গিয়ে দেরি করেন।
একদিনের ক্রিকেটের ক্ষেত্রে দুই মিনিটের মধ্যে নামার নিয়ম থাকলেও, টেস্টের ক্ষেত্রে এই সময়টা বেড়ে হয় তিন মিনিট।
সেই সময়ও পেরিয়ে যায় এই ক্ষেত্রে। তবে আউটের আবেদন করেননি স্মিথ।
তিনি যদি আবেদন করতেন তা হলে একটাও বল না খেলে আউট হয়ে যেতেন।
স্মিথকে ব্যাপারটা মনেও করিয়ে দিয়েছিলেন আম্পায়ার ডারেল হার্পার। স্মিথ জানিয়েছিলেন যে সৌরভ ইচ্ছাকৃতভাবে দেরি করছেন না।
সৌরভ অনেকটা পরে জানতে পেরেছিলেন যে তাঁকেই চারে নামতে হবে। সেজন্য ক্রিজে পৌঁছাতে দেরি হয়েছে।
তাই যেন 'টাইমড আউট'-র জন্য আবেদন না করেন স্মিথ। সেইমতো আর 'টাইমড আউট'-র জন্য আবেদন করেননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।