20 November 2023

BY- Aajtak Bangla

যখন বিরাটকে জড়িয়ে ধরলেন অনুষ্কা, ছবি VIRAL

২০২৩-এর বিশ্বকাপে তীরে এসে তরি ডুবল ভারতের। দুর্দান্ত খেলেও ফাইনালে ট্রফি হাতছাড়া রোহিত, বিরাটদের।

বিশ্বকাপ ফাইনাল হয়ে গেল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

উপস্থিত ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী । তা ছাড়াও ছিলেন শাহরুখ খান, রণবীর সিং, দীপিকা পাডুকোন সহ তামাম বলিউড।

ফাইনাল ম্যাচে স্বামীকে উৎসাহ দিতে স্টেডিয়ামে ছিলেন অনুষ্কা শর্মাও।

গোটা বিশ্বকাপ দুর্দান্ত খেলেও অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে গিয়েছে ভারত।

হারের পর রোহিত, বিরাটদের একাধিক আবেগঘন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে।

তারই মধ্যে একটি হল, বিরাটকে যখন জড়িয়ে ধরেন অনুষ্কা।

মাঠ থেকে ফিরেই অনুষ্কার সঙ্গে দেখা করেন বিরাট। ছলছল চোখে বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা।

অনুষ্কাকে দেখা যায় বিরাটকে আলিঙ্গন করতে। তাঁকে সান্ত্বনা দিতে । এই ছবিটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।