শামি নয়, ৪০ বছরের এই ক্রিকেটার হলেন বাংলার ক্যাপ্টেন

5 October 2024

BY- Aajtak Bangla

আসন্ন রঞ্জি ট্রফি সিজনের জন্য বাংলা ক্রিকেট টিমের অধিনায়ক করা হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। 

তিনি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান মনোজ তিওয়ারির জায়গায় আসবেন। 

৪০ বছরের অনুষ্টুপ মজুমদারের এটা নিঃসন্দেহে বড় সুযোগ। অন্যদিকে ইনজুরির কারণে মহম্মদ শামির দলে ফেরা বর্তমানে ঝুলে আছে। 

মহম্মদ শামি এমনিতে ঘরোয়া ক্রিকেটে বাংলার ক্যাপ্টেন ছিলেন। 

অনুষ্টুপ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স এবং পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার হয়ে খেলেছেন। 

IPL 2012-এ PWI-র হয়ে খেলার সময় অনুষ্টুপ ৪ ম্যাচে ৮৭ রান করেছিলেন। এরপর আর তিনি আইপিএল-এ খেলার সুযোগ পাননি। 

স্ট্যান্ডবাই হিসাবে বাংলা টিমে ফিরছেন ইশান পোড়েল। দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও। 

এছাড়াও আকাশদীপ এবং মুকেশ কুমার, য়ারা টিম ইন্ডিয়ার হয়ে খেলছেন, তাঁরাও বাংলা স্কোয়াডের অংশ।