18 September, 2023

BY- Aajtak Bangla

একাই ৬ উইকেট, সিরাজে 'ফিদা' বলিউড নায়িকা

একাই ৬ উইকেট, সিরাজে 'ফিদা' বলিউড নায়িকা

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। তাঁর দাপটে ৫০ রানেই শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও মুগ্ধ সিরাজের এই আগুন ঝরানো বোলিং-এ। তাঁর পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

৭ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন সিরাজ। মাত্র আড়াই ঘণ্টায় শেষ হয়ে যায় ফাইনাল ম্যাচ।

জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল। ৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।

সকলেই সিরাজের বোলিং দেখে অবাক। প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও।

শ্রদ্ধা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এখন সিরাজকেই জিজ্ঞাসা করুন, বাকি সময়টা আমরা কী করে কাটাবো?’

এক ওভারেই পথুম নিশাঙ্কা, সাদিরা সমরবিক্রমা, চরিথ আসালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা এই চার ব্যাটারকে পরপর আউট করেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার এক ওভারে চার উইকেট নিতে পারেননি।

বিশ্বকাপের আগে এমন আগুন ঝরানো বোলিং ভারতীয় দলকে আত্মবিশ্বাস দেবে।

Next: IPL-এর নিলামে ঝড় তুলবেন এই ৪ ভারতীয় ক্রিকেটার, তালিকায় কারা?