31AUG, 2023

BY- Aajtak Bangla

ফাঁকা মাঠে খেলল পাকিস্তান, ট্রোলড PCB

এশিয়া কাপ আয়োজন করতে গিয়ে ট্রোলড হতে হল পাকিস্তানকে। বুধবার থেকে শুরু হওয়া এশিয়া কাপের প্রথমদিনেই মুখ পুড়ল পিসিবির।

এশিয়া কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক পাকিস্তান ও নেপাল। অনেকদিন পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে কোনও বড় টুর্নামেন্ট।

এবারের এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করলেও বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ফাইনাল সহ ৯টি ম্যাচ হবে সেখানে।

আসলে এই ম্যাচ পাকিস্তানে হলেও খেলা দেখতে প্রায় কেউই আসেননি। ঘরের মাঠে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট তবে সেখানে দর্শকরা এই এমনটা ভাবাই যায় না।

এই ম্যাচে দর্শকদের মাঠে আসা নিয়ে কোনও নিশেধাজ্ঞাও ছিল না। ফলে সম্মান নষ্ট হয়েছে পাকিস্তানের।

এই ধরনের নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে ফাঁকা মাঠেই খেলছেন বাবর আজমরা।

উদ্বোধনী ম্যাচে দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হলেও, গুটি কতক সমর্থক তা দেখেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছেন নেপালের গায়িকা ত্রিশূলা গুরুং। যদিও মাঠে সে রকম দর্শক না থাকা হয়ত হতাশ করেছে তাঁকে।

ত্রিশূলার পাশাপাশি পাকিস্তানের গায়িকা আইমা বেগও দারুণ পারফর্ম করেছেন।

যদিও বাবর আজম ও ইফতিকার আহমেদ ব্যাটে ঝড় তোলার সময়, একে একে মাঠে ঢুকতে শুরু করেন সমর্থকরা।