24 January, 2024

BY- Aajtak Bangla

কেরিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত কোনটা? রবি শাস্ত্রী বললেন...

সিকে নায়ডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওইয়ার্ড পেলেন রবি শাস্ত্রী। 

তাঁর কাছে জানতে চাওয়া হয় যে, কোচ হিসাবে বা খেলোয়াড় হিসাবে তাঁর কাছে সেরা মুহূর্ত কোনটি?

উত্তরে জানান, এরকম একটা তো না প্রচুর মুহূর্ত এমন আছে।

এই তালিকায় যেমন আছে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল, ৮৩ তে লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ জেতার মুহূর্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিশতরান।

২০০৭-এ টি২০ বিশ্বকাপ জেতাও তাঁর কাছে অন্যতম সেরা বলে জানিয়েছেন শাস্ত্রী। 

রয়েছে ২০১১ সালে ওয়ার্ল্ড কাপ ফাইনালে কমেন্ট্রি করার মুহূর্তও।

কিন্তু 'আইসিং অন দ্য় কেক'মুহূর্ত হল গাব্বায় শেষ দিন। অবশ্যই তিনি কৃতিত্ব দিয়েছেন ঋষভ পন্থকে।

তাঁর এই কথার পরেই হাততালি পড়ে গোটা ঘর জুড়ে।