10 JULY, 2023

BY- Aajtak Bangla

সৌরভ ছাড়াও যে বাঙালিরা ভারতীয় দলে খেলেছেন, দেখুন

এই দেশে ক্রিকেট মানে ধর্ম ও জাতির চেয়েও অনেক বড় কিছু।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঋদ্ধিমান সাহাকে তো সকলেই চেনে। কিন্তু এমন আরও অনেক বাঙালি খেলোয়াড় আছে যাদের হয়তো বা আপনারা চেনেন না, কিন্তু তাঁরাও খেলেছেন ভারতের হয়ে।

১৪০ কোটি জনসংখ্যা, কিন্তু দেশের হয় খেলার সুযোগ পান মাত্র ১৫-২০ জন।

আজ তেমনই কিছু ক্রিকেটারদের বিষয় কথা বলবো যারা দেশের হয়ে খেলে এই বাংলার মাটিকে গর্বিত করেছেন।

পঙ্কজ রায় ম্যাচ - ৪৩ টেস্ট ডেব্যু - বনাম ইংল্যান্ড, দিল্লি, ১৯৫১ (ব্যাটার) সর্ব সেরা - ১৭৩ রান

সরদিন্দু মুখোপাধ্যায় ম্যাচ - ৩ ওডিআই ডেব্যু - বনাম বাংলাদেশ, ১৯৯০ (অলরাউন্ডার) সর্ব সেরা - ১/৩০

মনোজ তিওয়ারি ম্যাচ - ১২ ওডিআই, ৩ টি-2 ডেব্যু - বনাম অস্ট্রেলিয়া, গাবা, ২০০৮ (অলরাউন্ডার) সর্ব সেরা - ১০৪*, ৪/৬১

লক্ষ্মী রতন শুক্লা ম্যাচ - ৩ ওডিআই ডেব্যু - বনাম শ্রীলঙ্কা, বিদর্ভ,১৯৯৯ (অলরাউন্ডার) সর্ব সেরা - ১৩, ১/২৫

অশোক দিন্দা ম্যাচ - ১৩ ওডিআই, ৯ টি - ২০ ডেব্যু - বনাম জিম্বাবুয়ে, ২০১০ (বোলার) সর্ব সেরা - ২/৪৪, ৪/১৯