25 JUNE, 2023
BY- Aajtak Bangla
স্ত্রী-ভাগ্যে যশলাভ বাংলার ক্রিকেটারের, তুঙ্গে পারফরম্যান্স
ভারতীয় দল আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রওনা দেবে। সেখানে টেস্ট, ওয়ানডে ও টি২০ ক্রিকেট সিরিজ খেলবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রয়েছে একাধিক চমক।
টেস্ট ও ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার। রয়েছেন নভদীপ সাইনিও। যদিও মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হয়েছে।
এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে মুকেশ কুমারের এনগেজমেন্ট হয়। দিব্যা সিং-এর সঙ্গে।
২০২৩ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন মুকেশ। দারুণ পারফর্ম করেন তিনি।
দিল্লি দল ভালো কিছু করতে না পারলেও, ১০ ম্যাচে ৭ উইকেট ছিল মুকেশের। আর সেই পারফরম্যান্সের জোরেই ভারতীয় দলের জার্সি পরতে চলেছেন এই পেসার।
ফ্যানদের বিশ্বাস, এনগেজমেন্টের পরেই মুকেশের ভাগ্য বদলে গিয়েছে। আর তার জেরেই ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মুকেশ।
আইপিএল-এ ৫.৫০ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে সই করেন। বিরাট দরে দিল্লিতে সই করার পর বাগদান সারেন মুকেশ।
ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণদেব বসুকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার পেসার।
Related Stories
পিচের মাঝেই লাফালাফি সরফরাজের, সতীর্থের তৎপরতায় বাঁচলেন পান্ত
এই ক্রিকেটারের বোন INSTA পোস্টে আগুন ঝরালেন, দেখুন সেই ভক্তদের কমেন্ট
কে এই 'অজানা' বাংলাদেশি বোলার? বিরাট-রোহিত-গিলের উইকেট নিয়ে চমক
দিলেন ২৩ কোটি টাকা আয়কর, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পত্তি কত?