31 JULY, 2023

BY- Aajtak Bangla

  ভারতের হয়ে খেলেছেন এই বাঙালি, এখন কী করছেন?

ক্রিকেট এক এমন খেলা যা গোটা বিশ্বকে এক করে দেয়ে। কোনো জাত পাত ধর্ম মানে না।

ভারতের জার্সি গায়ে খেলা খুবই ভাগ্যের বিষয়। কারণ এই সুযোগ লাখে এক জন পায়।

এমন বহু বাঙালি খেলোয়াড় আছে যারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

তেমনি এক যুবক ক্রিকেটার ভারতের জার্সি গায়ে খেলছেন কিন্তু এখন আর তাঁকে দেখা যায় না, মনোজ তিওয়ারি।

বাংলার গর্ব মনোজ তিওয়ারি ২০০৮ সালে জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক করেন।

কিন্তু চোট আঘাতের কারণে দল থেকে ছিটকে যান মনোজ।

২০১২ সালে আইপিএল-এ অসাধারণ খেলেন মনোজ।  এর ফলে টি - ২০ বিশ্বকাপে সুযোগ পান তিনি।

ভারতীয় দলের হয়ে একের পর এক ম্যাচ খেলত থাকেন তিনি।

২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম শতরান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেন।

শতরান করা সত্ত্বেও আগামী ১৪ টি ম্যাচে বসিয়ে রাখা হয় মনোজকে।

শেষ বারের মত ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরে দেখা যায়।

ভারতের হয় তিনি মোট ১৫ টি ম্যাচ খেলেছে। ১২ টি ওডিআই আর ১৫ টি টি - ২০ খেলেছেন তিনি।

এখন যদিও তিনি রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি এখন বাংলার ক্রীড়া মন্ত্রী।