30 JUNE, 2023

মাঠেই দোয়া-প্রার্থনা দুই ফুটবলারের, হিন্দু-মুসলিম মিলনের সংস্কৃতি

BY- Aajtak Bangla

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে সাফ কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আর এই ম্যাচেই দেখা গেল দারুণ একটা দৃশ্য।

ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচের একটি দৃশ্যের ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দু'জনের একজন বিশ্বনাথ ঘোষ আর অপরজন মহম্মদ হৃদয়। তারা মাঠেই পাশাপাশি বসে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলেন।

মাঠের মধ্যেই অসাম্প্রদায়িক ছবি, যা দেখল গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল এই ছবি।

১ জুলাই চলতি আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত।

২০০৩ সালে একবারই সাফ কাপ জিতেছিল বাংলাদেশ ফুটবল দল। ২০০৯ সালে শেষবার সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ।

ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

একটি গোল আত্মঘাতী। ১ গোল করে ব্যবধান কমালেও, শেষরক্ষা করতে পারেনি ভূটান।

তবে সবকিছু ছাপিয়ে গিয়েছে একইসঙ্গে আল্লাকে স্মরণ করা ও ঈশ্বরকে ধন্যবাদ জানানোর এই দৃশ্য