9 September, 2023

BY- Aajtak Bangla

পেলেকে টপকে রেকর্ড নেইমারের, ৫-১ গোলে জিতল ব্রাজিল

পেলেকে টপকে রেকর্ড নেইমারের, ৫-১ গোলে জিতল ব্রাজিল

দেশের হয়ে খেলতে নেমে অনন্য নজির গড়লেন নেইমার জুনিয়র। শুক্রবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামে ব্রাজিল।

যেখানে সেলেকাওদের প্রতিপক্ষ ছিল বলিভিয়া। সেই ম‍্যাচে নেমে রেকর্ড গড়লেন নেইমার। টপকে গেলেন ফুটবল সম্রাট পেলেকে।

শুক্রবার রাতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামে ব্রাজিল। সেই ম‍্যাচে বলিভিয়াকে ৫-১ গোলে হারায় সাম্বার দেশ।

এই ম‍্যাচে জোড়া গোল নেইমারের। আর এই গোল করতেই নজির গড়েন নেইমার। ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি।

ফুটবল সম্রাট পেলের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যা ছিল ৭৭। 

আর শুক্রবার রাতে জোড়া গোল করে নেইমারের গোলসংখ্যা পৌঁছাল ৭৯তে।

এদিকে এদিন ম‍্যাচে জোড়া গোল রডরিগোরও। 

একটি গোল রফিনহোর। ম‍্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন নেইমার।

 কখনও অনায়াসে ৪-৫ জন ফুটবলারকে কাটিয়ে বক্সে ঢুকে গেলেন। আবার কখনও আচমকা শটে করলেন গেলেন গোল।

নতুন মরশুমে পিএসজি ছেড়ে সৌদির আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার।