8 AUGUST, 2024
BY- Aajtak Bangla
কেরিয়ার, দাম্পত্য, শিক্ষা নিয়ে নানা সময় সিদ্ধান্তহীনতায় ভুগতে হয় আমাদের। সঠিক উপায়ে পথ বাতলে দেওয়ার ক্ষেত্রে চাণক্যনীতি সবচেয়ে বিশ্বাসযোগ্য।
দাম্পত্য জীবনকে সুখকর করে তুলতেও চাণক্যের বাণীগুলি পদে পদে কাজে লাগতে পারে।
সম্পর্কের মধ্যে যদি সামান্যতম ফাটলও দেখা দিলে, দীর্ঘকাল সেই সম্পর্কটা ধরে রাখা খুব কঠিন হয়ে পড়ে।
তাই বিয়ের পরে নয়, বিয়ের আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত।
চাণক্যের মতে, বৈবাহিক জীবনেও যদি ফাটল বা চিড় দেখা দিতে শুরু করে তবে তার আগে থেকে কেন সতর্ক হবেন না।
আচার্য চাণক্যের নীতিশাস্ত্র অনুসারে, বিয়ের আগে অবশ্যই ভবিষ্যতের সঙ্গীর বয়স জিজ্ঞাসা করা উচিত। আসলে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য ও তাদের মধ্যে বোঝাপড়ার অভাব দাম্পত্য ভাঙ্গন ধরার অন্যতম কারণ।
আচার্য চাণক্যের নীতিশাস্ত্রে বলা হয়েছে যে বিয়ের আগে হবু সঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নেওয়া উচিত। কোনও শারীরিক বা মানসিক সমস্যা আছে কিনা তা পরিষ্কার করে জেনে নেওয়া উচিত।