BY- Aajtak Bangla
19 March, 2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৭ তম আসর ২২ মার্চ থেকে ভারতের মাটিতে হবে।
আইপিএল ২০২৪ এর আগে, এমএস ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (CSK) এর জন্য খারাপ খবর।
চোট পেয়েছেন চেন্নাই সুপার কিংস ও বাংলাদেশের তারকা ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বোলিং করতে গিয়ে ক্র্যাম্প হয় মুস্তাফিজুর রহমানের।
এ কারণে শেষ ওভার শেষ করতে পারেননি তিনি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মুস্তাফিজুরকে।
মুস্তাফিজুর ছাড়াও স্ট্রেচারে করে মাঠের বাইরে যান জাকের আলি। শ্রীলঙ্কার ইনিংসের ৫০তম ওভারে চোট পান আলি।
মাথিশা পাথিরানা এবং ডেভন কনওয়ে ইতিমধ্যেই আহত হয়েছেন। এবার মুস্তাফিজুরের চোটের কারণে চেন্নাই সুপার কিংসের চিন্তা আরও বেড়েছে।
ইতিমধ্যেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই। গতবারও চ্যাম্পিয়ন হয়েছে তারা।
এবারই হয়ত মহেন্দ্র সিং ধোনির শেষ মরসুম। তাই তা স্মরণীয় করে রাখতে চাইবে CSK।