11 JULY, 2024
BY- Aajtak Bangla
উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচে মারামারি, কলম্বিয়ার ফ্যানকে মারতে গেলেন নুনেজ
কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করেন জেফারসন লারমা ৩৯তম মিনিটে।
এবার ১৪ জুলাই ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচটি খেলার চেয়ে বিতর্কের জন্যই বেশি মনে রাখবেন সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পরও যা থামানো যায়নি।
উরুগুয়ের তারকা খেলোয়াড় ডারউইন নুনেজ স্ট্যান্ডে সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
নুনেজকে স্ট্যান্ডে কলম্বিয়ান ভক্তদের ঘুষি মারতে দেখা গেছে। যদিও কিছু ভক্ত তাঁকে থামানোর চেষ্টা করেন।
এই ঘটনার ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নর্থ ক্যারোলিনার ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উরুগুয়ের বাকি খেলোয়াড়রাও এই ঘটনায় জড়িত বলে অভিযোগ। ক্যাপ্টেন হোসে মারিয়া গিমেনেজ জানিয়েছেন তাঁরা পরিবারকে রক্ষা করার চেষ্টা করছেন।
ডারউইন নুনেজ লিভারপুলের হয়ে ক্লাব ফুটবল খেলেন। লিভারপুলের হয়ে ৬৫ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।
কোপা আমেরিকার সবচেয়ে সফল দল আর্জেন্টিনা এবং উরুগুয়ে, দুই দলই ১৫বার চ্যাম্পিয়ন হয়েছে। এখন আর্জেন্টিনার লক্ষ্য ১৬তম খেতাব তুলে নেওয়া।
Related Stories
৩৫ বলে দুরন্ত সেঞ্চুরি, এক ধাক্কায় ৫ রেকর্ড ১৪ বছরের তরুণের
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড
ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO
ধোনির সঙ্গে থাকা এই খুদে আজ IPL দলের ক্যাপ্টেন, কে বলুন তো?