2nd October, 2024
BY- Aajtak Bangla
ভারতীয় দলের জোরে বোলার মহম্মদ শামি ভিডিও শেয়ার করেছেন। মেয়ে আয়রার সঙ্গে শামির ওই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
ভিডিও-তে দেখা গেল, মহম্মদ শামি তাঁর কন্যা আয়রাকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা-মেয়ের এই দৃশ্য চোখে জল এনে দেওয়ার মতো।
শামি পোস্টে লিখলেন, ওকে অনেক দিন পর দেখলাম। যেন সময় থেমে গেল। আমি তোমায় আমার শব্দের চেয়েও বেশি ভালোবাসি বেবো।
মন ভাল করা সেই ভিডিওটি দেখুন
শামি আদর করে মেয়ে আয়রাকে বেবো বলে ডাকেন। মেয়েকে নিয়ে গেলেন একটি শপিংমলে। সেখানে বাবা-মেয়ে মিলে জমিয়ে শপিং করলেন।
মেয়েকে মনে মতো জুতো কিনে দিলেন দামী ব্র্যান্ডের।
খুশির হাসি দেখা গেল আয়রার মুখেও। বাবাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে সে-ও আপ্লুত।
শামি ও হাসিনের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং, পরকীয়া সহ একাধিক অভিযোগ তুলেছিলেন হাসিন।
২০১৮ সালে শামি ও হাসিনের বিচ্ছেদ হয়ে যায়। তাঁদের কন্যা আয়রা।