30 JUNE, 2023
BY- Aajtak Bangla
ভারতের টেস্ট ইতিহাস অনেক পুরনো। ১৯৩২ সালে প্রথম টেস্ট খেলে ভারত।
তবে সেই যুগে লাল বল দিয়েই খেলার প্রচলন ছিলো।
টেস্ট ক্রিকেটের নতুন আকর্ষণ পিঙ্ক বল কিন্তু এর বিশেষত্ব কি ? চলুন জেনে নেওয়া যাক।
পিঙ্ক বল দিয়ে রাতের অন্ধকারে ফ্লাড লাইটে খেলা হয় এটির সিম কালো হয় থেকে।
তুলনামূলকভাবে লাল বলের চেয়ে পিঙ্ক বলল একটু হালকা কিন্তু ওজন একই থাকে।
গোলাপী বলে এক্সট্রা পালিশের পরত থাকে যা লাল বলে থাকে না, ফলস্বরূপ পিঙ্ক বল অত্যধিক শাইন করে।
লাল বলের তুলনায় পিঙ্ক বল অত্যধিক বেশি মাত্রায় সুইং করে।
গোলাপী বলের সিম অপ্রাইট থাকে জার ফলে বল বাউন্স বেশি করে। টেনিস বল বাউন্স দেখতে পাওয়া যায়।
পিঙ্ক বলের ভার একটু হালকা হওয়াতে বলের গতি বেড়ে থাকে।