এক ওভারে ডাবল হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার অলিভার হোয়াইটহাউস।
মাত্র ১২ বছর বয়সে এই নজির গড়ে সে। যা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। প্রথম ক্রিকেটার হিসাবে এক ওভারে ছয় উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি।
২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছেন তিনি।
আর এবার এই নজির গড়ল এই তরুণ ক্রিকেটার হোয়াইটহাউস। অলিভারের পারফরম্যান্সে অনেকের চোখ কপালে উঠে গিয়েছে।
অলিভারের ঠাকুমা অ্যান জোন্স ১৯৬৯ সালে উইম্বলডনে মহিলাদের সিঙ্গলস চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফলে তাঁর নাতি যে এমন সাফল্য পাবেন সেটাই তো স্বাভাবিক।
ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের হয়ে খেলায় হোয়াইটহাউস ছয় বলে নিয়েছে ছয় উইকেট। জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই ম্যাচ।
সেই ম্যাচেই এই নজির গড়ে হোয়াইটহাউস। ওই ম্যাচে নিয়েছে মোট আট উইকেট। ইতিমধ্যেই হোয়াইটহাউসের সেই ভিডিও ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়।
ছেলের এমন পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন অলিভারের মা পিপা ওয়াইটহাউস। ম্যাচ শেষ হতেই মাঠে নেমে এসে ছেলেকে জড়িয়ে ধরেন তিনি।
পরে জানান, ‘আমি ছেলের জন্য গর্বিত। প্রতিটা উইকেট নেওয়ার পর অলিভারের মুখের হাসি দেখে দারুণ অনুভূতি লাগছিল। অসাধারণ একটা ম্যাচ দেখলাম।‘